নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আদিবাসী সংগঠনের দাবিদাবা অব্যাহত। স্বীকৃতি দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে ফের সরব আদিবাসীদের বিভিন্ন সংগঠন। ২৫ টি আদিবাসী সংগঠনের মিলিত উদ্যোগে বৃহস্পতিবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে। যার জেরে সকাল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে। তবে রেল পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। আদিবাসীদের বিভিন্ন সংগঠনের মিলিত ফোরামের ডাকা বাংলা বনধে সকাল থেকে তার প্রভাব পরল রাজ্যের বিভিন্ন প্রান্তের আদিবাসী অধ্যুষিত এলাকায়।
বাঁকুড়া জেলায় এদিন সকাল থেকে আদিবাসী ফোরামের তরফ থেকে বাংলা বনধের সমর্থনে রাস্তায় নামে আদিবাসীরা। যার জেরে কার্যত স্তব্ধ হয়ে গেছে যান চলাচল। বাঁকুড়া জেলার হেভির মোড়, পুয়াবাগান মোড়, বাংলা জয়েন্ট মোড়-সহ বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে দুধের গাড়ি, অ্যাম্বুলেন্স-সহ বিভিন্ন জরুরি পরিষেবাকেও।
এদিকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন পয়েন্টে যেমন জাতীয় সড়কের উপর দেখা গেল আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘণ্টা বাংলা বন্ধের প্রভাব। এই জেলার কেরানীচটি মোড়, কেশপুর মোড়, শালবনির তমাল ব্রিজ, পিড়াকাটা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথ অবরোধ শুরু করেন আদিবাসীরা। এর জেরে সকাল ৬ টা থেকে ৬ নম্বর জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ জেলার প্রায় সমস্ত সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। তবে, রাজ্য সড়ক অবরোধ করলেও দোকান বাজার সব অন্য দিনের মতন স্বাভাবিক ভাবেই খোলা।
এদিকে পুরুলিয়া জুড়ে ব্যাপক প্রভাব পরেছে এই বন্ধের। যদিও এই বনধে রেল যোগাযোগকে ছাড় দেওয়া হয়েছে। তবে রাস্তায় সরকারি বাস না দেখা গেলেও সরকারি বাসের দেখা মিলেছে। মূলত রাজ্য সরকারের আদিবাসী বিরোধী ভূমিকার প্রতিবাদে আজকের এই ১২ ঘণ্টা বাংলা বনধ।
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার