অমৃতবাজার এক্সক্লুসিভ, বিটুল কৃষ্ণ পাল - “শান্তিনিকেতন মেডিকেল কলেজ বর্তমানে অন্যতম সেরা মেডিকেল কলেজ,” এমনটাই মত প্রকাশ করলেন রাজ্য স্বাস্থ্য ও শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ সুহৃতা পাল। এদিন আদিবাসীদের সহরায় উৎসব উপলক্ষ্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত শান্তিনিকেতন পুষবঙ্গা মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিনিকেতন পুষবঙ্গা মেলা ২০২৩ –এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রখ্যাত সাঁওতালি সাহিত্যিক সোমাই কিস্কু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ সুহৃতা পাল। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ হিমাদ্রী আড়ী, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ গৌতম নারায়ণ সরকার, রাজ্যের প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, মেলার আহ্বায়ক কানন হাঁসদা সহ বিভিন্ন দেশ ও রাজ্য থেকে আসা আদিবাসী শিল্পীরা। ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক - চিকিৎসকেরা।
প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্য ও শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ সুহৃতা পাল বলেন, “আমরা যত আধুনিক সভ্যতাকে গ্রহন করছি, তার কাছে যাচ্ছি – ততই আমরা আমাদের শিকড়ের থেকে দূরে যাচ্ছি। মাটির টানকে মনে করিয়ে দেবার জন্য এই মেলার অত্যন্ত প্রয়োজন। আদিবাসীদের, যারা আমাদের দেশের আদি বাসিন্দা – তাদের সহরায় উৎসবকে সামনে রেখে যে ভাবে কলেজ কতৃপক্ষ আমাদের শিকড়ের কাছে নিয়ে যাবার উদ্যোগ নিয়েছেন তাকে কুর্নিশ জানাই।”
তিনি বলেন, “যে ভাবে অল্প সময়ের মধ্যে এখানে উন্নত পরিকাঠমো গড়ে উঠেছে তাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বর্তমানে অন্যতম সেরা মেডিকেল কলেজ। আগামীদিনে এই কলেজের আরো উন্নতি হবে বলে আমার স্থির বিশ্বাস।”
উদ্বোধকের ভাষণে সাঁওতালি সাহিত্যিক সোমাই কিস্কু বলেন যে পৌষ মাস আদিবাসী ক্যালেন্ডারের শেষ মাস। এমাসে প্রকৃতি ও গবাদী পশুকে পুজো করে কৃতজ্ঞতা জানানোর সময়। এই প্রসঙ্গে তিনি আদিবাসীদের ধর্মের বিভিন্ন কথা ও কাহিনীর উল্লেখ করেন। তিনি স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সমাজের ভুমিকাকে বিশেষ ভাবে উল্লেখ করে আদিবাসীদের সঙ্ঘবদ্ধ থাকার আবেদন জানান।
মানবকল্যানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, জীবনমুখী শিক্ষা ও সুসংহত স্বাস্থ্য-পরিষেবা ও সামাজিক সংহতির ধারাকে অব্যাহত রাখতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার কয়েকদিন বিভিন্ন লোক সংস্কৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই মেলা চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত।
কলেজের সভাপতি মলয় পীট বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ও সংস্থার সমাজবন্ধু কর্মসূচির মাধ্যমে শিক্ষিত যুব সমাজকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে চাইছি। আমরা এর মাধ্যমে সামাজিক উন্নয়নের দিকটাকে বিশেষভাবে নজর দিচ্ছি। আমরা সকলকে নিয়েই এগিয়ে যেতে চাইছি।”
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস