“১০ বছর পরে বঙ্গের রাজনীতির চাকা ঘুরবে। ১০০ % ঘুরবে” ঝাড়গ্রামের রোড-শো তে বললেন মহাগুরু

মার্চ ২৫, ২০২১ বিকাল ০৫:১৪ IST
605c76bab9ea3_WhatsApp Image 2021-03-25 at 17.07.15

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম - বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে ৫ কিমি রোড-শো করছেন মিঠুন চক্রবর্তী। রোড-শো শেষে প্রার্থীর সমর্থনে জনসভা করবেন মহাগুরু। দীর্ঘ ৫ বছর পর রঙ বদলে রাজনীতির আঙ্গিনায় পা রাখলেন মহাগুরু। আর প্রথম দিন প্রচারে এসেই ঝাড়গ্রামে বিজেপির হয়ে ঝড় তুললেন মিঠুন। বললেন “চাকার মানিক মন্ডল সমাজের চাকা ঘোরানোর যে স্বপ্ন দেখেছিলেন, ১০ বছর পরে বঙ্গের রাজনীতিতে সেই চাকা ঘুরবে। ১০০ % ঘুরবে”।

ভিডিয়ো