দীর্ঘ এক বছর পর তদন্তের জালে আটক অপহরণের মূলচক্রী

আগস্ট ০৮, ২০২১ দুপুর ১২:২৩ IST
610f79ebd8664_VideoCapture_20210808-115956

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় ২০১৯ সালের এপ্রিল মাসে থানায় একটি অভিযোগ দায়ের হয়, সেই সূত্র ধরেই ঘটনার তদন্তে নেমে অবশেষে শনিবার অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করলেন সিআইডি। অভিযুক্তের নাম পাপ্পু চৌধুরী এবং এক কারখানার মালিক ওই অভিযোগকারীর নাম তেজপাল সিং।

২০১৯ সালে তেজপাল সিংকে অপহরণ করেন পাপ্পু চৌধুরী, এবং চন্দন সোনার। অপহরণের পর তেজপাল সিং থানার দ্বারস্থ হন। তবে অভিযুক্তদের কোনভাবে খোঁজ পাননি পুলিশ এবং সিআইডি। তবে সেই ঘটনার তদন্ত জারি ছিল পুলিশ এবং সিআইডির। অবশেষে অভিযোগের সূত্র ধরে‌ তদন্তের অভিযানে নেমে ১বছর পর ঘটনায় জড়িত পাপ্পু চৌধুরী নামক ব্যক্তিকে গ্রেফতার করলেন সিআইডি। তদন্তে নেমে অভিযুক্তদের বিরুদ্ধে বহু তথ্য উঠে আসে সিআইডির হাতে।

সিআইডি সূত্রে জানা গেছে, একই ঘটনায় জড়িত পাপ্পু চৌধুরীর সঙ্গে থাকা চন্দন সোনার, যিনি অন্য আরেকটি অপহরণের মামলায় সাজাপ্রাপ্ত রয়েছেন আসানসোল সংশোধনাগারে। পাশাপাশি পাপ্পু চৌধুরী ইতিমধ্যেই একটি মামলায় গুজরাটে গ্রেফতার হয়েছিলো। তবে তেজপাল সিংয়ের মামলার তদন্তের স্বার্থে অভিযুক্ত পাপ্পু সিংকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসানসোল আদালতে তোলা হয়।

ভিডিয়ো

Kitchen accessories online