ফের যুবক খুন ঘিরে রাজনৈতিক চাপানউতর

এপ্রিল ০৮, ২০২১ দুপুর ০১:৫৬ IST
606eb8ea28235_WhatsApp Image 2021-04-08 at 13.25.37

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – বুধবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরির ভুপতিনগরের গড়বাড়ি এলাকায় খুন হন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। 

সংবাদ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল সন্তু বাড়ুই নামে ২৩ বছরের যুবককে। বৃহস্পতিবার সকালে এলাকার মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। নিহত যুবকের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবারে সদস্যরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে গতকাল তাঁদের বাড়ির পাশে পুজো হচ্ছিল। রাত তিনটে নাগাদ ফোন করে সন্তুকে ডেকে পাঠায় একজন। তখনই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর আর বাড়ি ফেরেননি।    

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। বিজেপির পক্ষ থেকে দলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর দাবি, “মৃত যুবক আমাদের সমর্থক। তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে খুন করেছে তৃণমূল।” অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি করেন খেজুরির তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস। বিজেপির গোষ্ঠীকোন্দলের দিকেই আঙুল তোলেন তিনি। 

অন্যদিকে বৃহস্পতিবার ভোরে ওই যুবকের দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিও জানান তাঁরা। উত্তেজিত জনতার বাধায় দীর্ঘক্ষণ মাঠেই পড়ে থাকে মৃতদেহ। 

ভিডিয়ো