নিজস্ব প্রতিনিধি, মালদহ - ঠিক যেন কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃতি। নৃশংস ঘটনার চিত্র মালদহের কালিয়াচক এলাকায়। পরিবারের চারজন সদস্যকে খুন করার অভিযোগে, সাতসকালে পুলিশের হাতে গ্রেফতার এক যুবককে। ধৃতের নাম আসিফ মহম্মদ। মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা তিনি।
পুলিশের অনুমান, আসিফ মানসিক রোগী। এলাকার কারো সঙ্গে তার কোন মিলমিশ নেই, নিজেকে সবসময় ঘরবন্দী করে রাখতেন তিনি। কিছুদিন আগে তার পরিবারের দুই সদস্যের, আসিফের ওপর সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়। সেই সূত্র ধরেই শুক্রবার, পুলিশ তার বাড়িতে হানা দিলে আসিফের সমস্ত কৃতকর্ম ফাঁস হয়ে যায়। পুলিশি জেরায় উঠে এসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আসিফ তার মা,বাবা,বোন ঠাকুমাকে খুন করে গোডাউনে পুঁতে রেখেছে বলে জানা যায়। তথ্যের ভিত্তিতে তদন্ত করে ইতিমধ্যেই বাড়ির গুদাম থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি কঙ্কালসার দেহ।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত আসিফ স্বীকার করেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে মা, বাবা, বোন, দাদা আর ঠাকুমাকে কোল্ডড্রিংঙ্কসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়ার পর তাঁরা আচ্ছন্ন হতেই, গোপন সুড়ঙ্গপথে তাদের গুদামে নিয়ে আসে আসিফ। সেখানে জলের চৌবাচ্চায় পাঁচজনের দেহ চুবিয়ে রাখা হয়। এমতাবস্তায় আরিফের জ্ঞান ফিরতেই সে পালানোর চেষ্টা করে। ফলে দুই ভাইয়ের মধ্যে মারপিটও হয়। কোনোক্রমে গ্রাম ছেড়ে পালিয়ে প্রানে বাঁচে আরিফ। কিন্তু পরিবারের বাকি সদস্যদের জলে চুবিয়ে রাখার পর, সিমেন্ট-বালি-চাপা দিয়ে মাটিতেই প্রায় জ্যান্ত কবর দেয় আসিফ।
ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্তৃপক্ষ জানান, ৬ মাস আগে, প্রায় দেড় বিঘা জমির উপর তৈরি আসিফের বাড়িরে চারদিকে ১৮ থেকে ২০ টি সিসিক্যামেরা বসানো হয়। এত সিসিক্যামেরা কি উদ্দ্যেশে লাগানো হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতের ঘর থেকে ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, টিভি সিসি ক্যামেরা সহ আরও বহু অত্যাধুনিক গ্যাজেট উদ্ধার করেছেন তারা। তবে তাকে এ বিষয়ে তাকে জেরা করা হলে, ধৃত নিজের মুখে তার সমস্ত কৃতকর্ম স্বীকার করেন, কিন্তু একের পর এক খুন কেন করেছেন তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে কঙ্কালসার মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের