নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজস্ব ফাঁকি এখন আর চলবে না দিঘা সমুদ্র সৈকতে। মূলত,পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবলম্বন হল দিঘা। সমুদ্রপ্রেমীরা বছরে একবার হলেও আসেন দিঘাতে, সমুদ্র উপভোগে। আজ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে ঘোষণা করে বলা হল, আগামী ১ লা এপ্রিল থেকে দিঘার প্রতিটি হোটেলে চালু হতে চলেছে অনলাইন ইনফরমেশন অ্যান্ড ডেটাবেস সিস্টেম।
কী হবে সেই সিস্টেমে? আসলে দিঘা পর্যটন কেন্দ্রের প্রায় প্রতিটি হোটেল থেকে প্রতিবছরই ফাঁকি দেওয়া হয় ব্যাপক পরিমাণে রাজস্ব। প্রথমত, যাতে সেই রাজস্ব ফাঁকি না দেওয়া যায়, এবং দ্বিতীয়ত পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিস্টেম।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মন্ডল এই বিষয়ে বলেন, "অনলাইন ডেটাবেস সিস্টেম চালু হলে পর্যটকদের যাবতীয় তথ্য নতুন পোর্টালে আপলোড করে দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে পর্যটকদের থেকে ফিও জমা নেওয়া হবে অনলাইনে। ফলে রাজস্ব ফাঁকি যেমন দেওয়া যাবে না তেমনই পর্যটকদের সুরক্ষার দিকটিও সুনিশ্চিত হবে।"
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রতীপ দাস এই প্রসঙ্গে জানান, "এই উদ্যোগ কার্যকরী হলে হোটেল মালিকদের হয়রানি কমবে। তবে বড় হোটেলগুলি ছাড়া মাঝারি ও ছোট মাপের হোটেলগুলিতে এই সিস্টেম কতটা কার্যকরী হবে তা নিয়ে সংশয় থেকে যায়।"
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, ছোট বড় মিলিয়ে নিউ ও ওল্ড দিঘায় হোটেলের সংখ্যা ৬০০। শুরুতে ৬০০ হোটেলেই পর্যটকদের অনলাইন ডেটাবেস সিস্টেম চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে এই সিস্টেম চালু করা হবে শঙ্করপুর, তাজপুর, এবং মন্দারমনির হোটেলগুলোতেও। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে এই ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য করছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। ইতিমধ্যে দিঘায় হোটেলগুলিকে চিঠি দিয়ে কম্পিউটার ও নেট সংযোগ নেওয়ার কথাও বলা হয়ে গেছে পর্ষদের তরফে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দিঘায় বেড়াতে এলে শহরের পরিকাঠামোর উন্নয়ন ও পরিষেবা ফি বাবদ পর্যটকদের ১০ টাকা করে ফি দিতে হয়। পরে হোটেল সেই টাকা জমা করে ডিএসডিএতে। কিন্তু আগে এই বিষয়ে তেমন নজরদারি না করায় হোটেলের তরফে দেওয়া হত রাজস্ব ফাঁকি। করোনা কালের আগে অবধি বছরে দিঘায় ৪০-৫০ লক্ষ মানুষের সমাগম হত। যেখানে ৬০০ টি হোটেল থেকে পাওয়ার কথা ছিল ৫-৬ কোটি টাকা। সেখানে পর্ষদের কোষাগারে জমা পরত মাত্র দেড় কোটি টাকা। তাই লোকসান এড়াতে ও সঠিক রাজস্ব আদায়েরে উদ্দেশ্যেই প্রযুক্তির সাহায্য নেওয়া।
শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছে
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের