নিজস্ব প্রতিনিধি, নিউজিল্যান্ড - আগামী বছরের এপ্রিল মাসে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। তিনি নিজেই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন।
বিবৃতি দিয়ে রস টেলর বলেছেন, ‘আমি ভাগ্যবান যে দেশের হয়ে এত দিন খেলতে পেরেছি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের পাশে খেলতে পারা সত্যিই ভাগ্যের। এই যাত্রায় অনেক বন্ধু হয়েছে যারা সারা জীবন আমার পাশে থাকবে। কিন্তু সব ভালো কিছুর একটা শেষ থাকে। আমার জন্য এটা সঠিক সময়’।
উল্লেখ্য, ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন রস টেলর। ২৩৩ ওয়ানডে ম্যাচে ৮৫৮১ রান করেছেন তিনি। করেছেন ২১ টি শতরান। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল টেলরের। টেস্টে ১৯ টি শতরানের সঙ্গে ৭৫৮৪ রান রয়েছে তাঁর।
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫