আগামী কিছুদিন অতিরিক্ত সতর্ক থাকুন , ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা মমতার

সেপ্টেম্বর ৩০, ২০২৩ রাত ০৮:৪২ IST

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। মৃত্যুর সংখ্যাও‌ বাড়তে থাকছে। সঙ্গে নবান্নের তরফে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে নবান্নের গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনেই একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে আগামী কয়েকদিন ২৪ ঘন্টা কাজ করার কথাও বললেন মু্খ্যমন্ত্রী।

সূত্রের খবর, পূর্ব পরিকল্পনা মত শনিবার নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে ডেঙ্গি নিয়ে পর্যালোচনা করার জন্য বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সহ এই দফতরের একাধিক গুরুত্বপূর্ণ অফিসাররা। সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। তাদেরকেই ফোনে একাধিক বার্তা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডেঙ্গি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বেশ প্রশংসাও করেছেন তিনি।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। একই কোথায় কোথায় জল জমছে, কোন বাড়িতে কত জনের জ্বর এসেছে তাও দ্রুত চিহ্নিত করতে হবে।" পাশাপাশি মু্খ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যাতে হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে সেইদিকে বেশি করে নজর দিতে হবে।

ভিডিয়ো

Kitchen accessories online