নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - গত কয়েকদিনে টানা অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। প্রবল বৃষ্টির জেরে তিস্তা জারি হয়েছে লাল সতর্কতা। আগামীকাল ও পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। অন্যদিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে।
তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ডিভিসির জলে প্লাবিত তারকেশ্বরের একাংশ। প্লাবিত হয়েছে হুগলীর জাঙ্গিপাড়ার ২ গ্রাম পঞ্চায়েত এলাকা। রাজ্যের বিভিন্ন জায়গার কৃষি জমি জলের তলায়। এছাড়াও হুগলীর খানাকুলের একাধিক গ্রাম জলের তলায়। দামোদরে বিপদ সীমার উপরে জল উঠে পড়ছে। আজ সকাল ১টা পর্যন্ত ১৯ হাজার ৩৫০ কিউসেক জল ছাড়া হল দুর্গাপুর ব্যারেজ।
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। পর্যটকদের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। এর পাশাপাশি শিলিগুড়ি- কলকাতা রুটে বাড়তি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মৎস্যজীবীদের ৯ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছেন আবহাওয়া দফতর।