নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দু'দিন আগেও ব্যারাকপুরের বিজেপি বিধায়কের উপর ক্ষোভে ফুঁসছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কিন্তু গত রবিবার দলবদল করতেই এবার তাকে ভাই বলে পরিচয় দিলেন মদন মিত্র। এমন কি গোলাপ ফুলের মালা অর্জুনের গলায় পরিয়ে দিতে দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ককে। এখন থেকে সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড।
অর্জুন ফুল বদল করতেই মদন মিত্র জানিয়েছেন,'অর্জুন আগে ছিল আমার সৎভাই, এখন হয়েছে নিজের ভাই। কারণ বর্তমানে দল তাঁকে নিয়েছে। কেন নিয়েছে, তা আমার জানার দরকার নেই। আমি দলের এক জন সাধারণ কর্মী। আগে দল আমাকে বলেছিল ও শক্র। ওর সঙ্গে লড়াই করো। এখন বলছে ও বন্ধু। আমিও বন্ধু বলছি'।
অর্জুন বিরোধী দলে থাকাকালীন কামারহাটির বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,' কথা ঠিক করে বলবেন বিটি রোড দিয়ে যাতায়াত করতে হয়'। তবে এবার দলবদল করতেই সুর নরম হয়েছে মদনের।
সম্প্রতি দলবদল করে মদনের সেই বক্তব্যের উত্তর দিলেন অর্জুন । গতকাল সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা জানিয়েছেন, 'আমার ফোনে কথা হয়েছে। মদনদা চা সিঙ্গারা খাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন সেই বিটি রোডেই'। অর্থাৎ এবার বিটি রোড যে সেতুবন্ধনের কাজ করবে সেটা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেতা অর্জুন সিং।
অন্যদিকে পদ্ম ছাড়তেই ব্যারাকপুরের সাংসদ পদ থেকেও বহিস্কৃত হতে হয়েছে অর্জুন সিংকে। তবে নতুন দল ঘাসফুলের ছত্রছায়ায় আসতেই এবার নতুন দায়িত্ব পেলেন অর্জুন। বর্তমানে তৃণমূল নেতা অর্জুন সিংকে বনগাঁর দায়িত্ব দিয়েছে দল। সেক্ষেত্রে ব্যারাকপুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু।
উল্লেখ্য , রবিবার তৃণমূলে যোগদানের পরেই উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে অর্জুন সিংহের পুনর্মিলনের জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ডাক পেয়েছিলেন মদনও। পুরনো সতীর্থকে বরণ করতে বৈঠকে লাল গোলাপের মালা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। হাত মিলিয়ে সৌজন্য বিনিময়ের পরেই অর্জুনকে বুকে জড়িয়ে ধরেন মদন। তারপর অনুগামীদের হাত থেকে লাল গোলাপের মালা নিয়ে পরিয়ে দেন অর্জুনকে।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে