নিজস্ব প্রতিনিধি, হুগলী - মনের ইচ্ছার কাছে বয়স কোন বাধা নয়, বারবার এই ঘটনা আমরা শুনেছি, আজ চাক্ষুষ হল। ভোটবঙ্গে যখন চারিদিকে খুন, জখম, বোমাবাজি, ভাংচুরের মতো রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটছে, ঠিক সেই মুহুর্তে চন্দননগরে ধরা পড়ল এক ভিন্ন চিত্র। ১০৫ বছরের এক বৃদ্ধা লাঠি হাতে নিজের পায়ে হেঁটে ভোট দিতে গেলেন ভোটকেন্দ্রে। বৃদ্ধার নাম রানু রুইদাস।