নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - টোটো করে আসানসোল দক্ষিণের ডামরা এলাকায় প্রচার করতে দেখা গেল বিজেপি প্রার্থী ও 'ভূমি কন্যা' অগ্নিমিত্রা পাল-কে। তার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল অসংখ্য দলীয় কর্মী সমর্থক।
এই এলাকাতেই তার প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। অগ্নিমিত্রার জন্ম, স্কুল এবং কলেজ সবই এখানে। বলতে গেলে এই এলাকা তার নখদর্পণে। এখানকার প্রত্যেকটি নাগরিক তাকে চেনে। তাই প্রচারে নেমে সায়নী ঘোষ'কে 'বহিরাগত' বলে কটাক্ষ করেলেন অগ্নিমিত্রা পাল।
তিনি জানান, এখানকার মানুষ কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা, শৌচাগার প্রকল্প থেকে বঞ্চিত। তিনি ক্ষমতায় এলে শিল্পাঞ্চলে বিভিন্ন মন্দির নিয়ে পর্যটন কেন্দ্র, বিদ্যুৎ ও জল সরবরাহ এবং দূষণমুক্ত শহর গড়ে তুলবে।