নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - গতকালই কুড়মিদের হামলার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়েছে জঙ্গলমহল। পূর্ব ঘোষণা মতো এদিন সকালে প্রথমে এগরা যান মুখ্যমন্ত্রী। তার শালবনিতে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিন সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে একেরপর এক তোপ দাগলেন তৃণমূল নেত্রী।
এদিন শালবনির মঞ্চ থেকে মমতা বলেন , আগুন লাগলে কিন্তু সবার ঘরেই লাগে, মণিপুরে কী হচ্ছে? কয়েকশো মৃত্যু, আজ পর্যন্ত ওরা যায়নি কেন? মণিপুরে রক্ত ঝরছে, কেউ নাচাগান করে বেড়াচ্ছে। আমিও মণিপুর যেতে চাই, কিন্তু অনুমতি দেবে না। সেখানেও কী হয়েছে জনজাতিদের মধ্যে বিরোধ লাগিয়েছে।মণিপুরের মতোই জাতি হিংসা ছড়াতে চায় বিজেপি। এবার কুড়মি আর আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিতে চায় বিজেপি। গণ্ডগোল করাতে অনেক নেতাকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি। অভিষেক, বীরবাহার কনভয়ে হামলা, কিন্তু কিসের জন্য? দিল্লি আমাকে চমকায়, কিন্তু আমি চোখ রাঙানি কেয়ার করি না।'
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না’। ‘আমি মনে করি, কুড়মিদের নাম করে, বিজেপির স্লোগান নিয়ে, এই অত্যাচার করেছে বিজেপি দল। এতবড় সাহস, কালকে বীরবাহা হাঁসদা আমাদের দলের মন্ত্রী, তার গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা। অভিষেককে আক্রমণ করতে গিয়েছিল। অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে।তবে তৃণমূল যদি ঝগড়া না করে, তাহলে তৃণমূলকে হঠানোর ক্ষমতা কারো নেই,তৃণমূলে নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তাহলে তৃণমূল দিল্লিকে লড়ে নেবে। বাংলাকে শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না’।
এদিকে , 'আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা জয় জহর করেছি, স্কুল-কলেজে পড়া বিনামূল্যে করেছি, কী বাকি আছে? ভাদুতলা, নেতাই, লালগড়-আমি আগেও দেখে গিয়েছি। একদিন জঙ্গলমহলে আমি আসতাম, চারিদিকে রক্ত'।
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার