নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ফের ভয়াবহ অগ্নিকান্ডে দার্জিলিংয়ে। আগুনের জেরে একটি বাড়ির বেশির ভাগ অংশ ভস্মীভূত হয়ে গেল। শনিবার রাত ১২টার সময় আচমকা আগুন লেগে যায় দার্জিলিংয়ের ফুলবাজার ব্লকের কৈজলয়ের এলাকায় থাপা গোয়ানের একটি বাড়িতে। এদিন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয় ক্ষতিগ্রস্থ পরিবারকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল রাতের বেলা আচমকা শেরিং তামাং নামের এক বেক্তির বাড়িতে আগুন লেগে যায়। আগুনের ঘটনা বুঝতে বুঝতে বাড়ির বেশিরভাগ অংশে আগুন ছড়িয়ে পরে। পাশাপাশি আগুনের তীব্রতা বেশি থাকার ফলে এলাকা তীব্র কালো ধোঁয়াতে চেয়ে যায়। আগুনের লেলিহান শিখা ক্রমশই গ্রাস করে পুরো বাড়িটাকে। এই ভয়াবহ আগুন দেখে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি এই অগ্নিকান্ডের ফলে পরিবারের প্রচুর ক্ষতি হয়েছে। তাইজন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বেশকিছু ত্রাণ-সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই অবস্থায় পঞ্চায়েতের থেকে সাহায্য পেয়ে উপকৃত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে অগ্নিকান্ডের ঘটনা ঘতেছে শর্ট সার্কিটের কারণে।
এ প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জানিয়েছেন,'গতকাল রাতে আচমকা আগুন লেগে যায়। তারপরে কোথায় ফোন করব কি করব বুঝতে পারছিলাম না। তাই দমকল আধিকারিকদের কাছে ফোন করেনি। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এটা পুরনো বাড়ি থাকায় প্রায় পুরো বাড়িটাই ঝলসে গেছে। তাই প্রশাসন আজকেই তড়িঘড়ি ত্রাণ সামগ্রী আমাদের হাতে তুলে দেয়। প্রশাসনের সাহায্যে পেয়ে আমরা কৃতজ্ঞ'।
মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জওয়ানকে গুলি করে খুন
'উনি যে অর্পিতার বাড়িতে যেতেন, সেটা টালিগঞ্জের লোক বলছে', সৌগতকে পাল্টা তোপ দিলীপের
বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়া ধামে সাংসদ নুসরত জাহান
পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ হলেন বিধায়িকা
মিনি ট্রাকে করে নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল
'নতুন জীবন শুরু হচ্ছে' - সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাহালের
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
শাহনওয়াজ হোসেনের পিটিশন খারিজ করলো দিল্লি হাইকোর্ট
শহীদ ২২ জওয়ানের পরিবারদের ৭ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
সাক্ষাতের পর মমতার উচ্চ প্রশংসা স্বামীর
বৃহষ্পতিবার দুই দলের তরফেই এই ব্যাপারে নিশ্চিত করা হয়
মুম্বাই সিটি এফসি - ৪
ভারতীয় নৌবাহিনী - ১
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয় , আত্মসমর্পণ করে বার্তা কেএলও জঙ্গির
১৫ নয় , ১৮ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল নদীয়া জেলা , স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের দারস্থ নেতাজি ব্রিগেড