নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আম বাগানে দেহ ঝুলন্ত অবস্থায় বিজেপির বুথ সহ-সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে বর্তমানে শোরগোল ছড়িয়ে পরেছে নদীয়ার হাঁসখালি এলাকায়। অভিযোগ , নকুল হালদারকে (৬০) রাজনৈতিক কারণে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে সন্দেহের তীর উপচে পরেছে তৃণমূলের ওপর।এবারে এই নিয়ে মুখ খুললেন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।"আহারে আমার নেকা কিছুই জানে না", রাজ্যের বোমা বন্দুক উদ্ধার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেলের মাঠ এলাকায় দলীয় কর্মীর স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। প্রথমে বিজেপি কর্মী বিপ্লব শিকদারের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে। আর কেন প্রতিবাদ করেছিল সেই প্রশ্ন তুলে আমাদের দলের সমিতির মেম্বারের বাড়িতে গেছে রাতের বেলাতে।
তিনি কাজে বাইরে ছিলেন তাকে না পাওয়ার কারণে মেয়ে আর জামাইকে ধরে নিয়ে যাচ্ছিলেন। আর সেই প্রতিবাদ করেছিল তার পরিবারের আরেক সদস্য, ঠিক তখনই ওই থানার সিআই রিভলভার বের করে তাকে গুলি চালিয়ে দিল। এত বন্দুক এবং বোমা উদ্ধার হচ্ছে তাও মমতা ব্যানার্জি নেকি সুর নেকিয়ে নেকিয়ে বলছেন এত বন্ধুক বোমা কোথা থেকে আসছে। আহারে নেকি উনি কিছুই জানেন না। বলছেন উত্তরবঙ্গ হাসছে পাহাড় হাসছে।
পাশাপাশি অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, কোথায় জোয়ার ওটাতো দুর্নীতির জোয়ার আর হিংসার জোয়ার। জন তো ওদের সঙ্গে নেই। হলে আর রাস্তায় বের হতো না। গিয়ে দেখেছেন পুরো পার্টি টাই উঠে গেছে। মানুষ কেন চোর চোর বলছে? এত বড় সর্বভারতীয় নেতা মহামন্ত্রী তাকে চোর চোর বলছে মানুষ, আগে সেই প্রশ্নের উত্তর দিক।
প্রসঙ্গত , গতকাল সন্ধ্যায় ঝড় বৃষ্টির পর আম বাগানে আম কুড়ানোর জন্য সেখানে গিয়েছিল বিজেপির বুথ সহ-সভাপতি নকুল হালদার।আম কুড়ানোর উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফেরেনি তিনি। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর বাড়িতে খবর আসে আত্মহত্যা করেছেন নকুল হালদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবার পরিজনেরা। এরপর দেহ উদ্ধার করে নিয়ে আসে বাড়িতে।
পরিবারের দাবি , বিজেপি করার জন্য পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। এমনকি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারি। এরপর লিখিত অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণগঞ্জ থানায়। বিজেপি বুথ সহ-সভাপতির মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানোত্তর চরমে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক