নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - আই কার্ড বিলি নিয়ে দলবাজি করার অভিযোগ উঠলো তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও প্রতিবাদ করায় এক ছাত্রকে বেধড়ক মারা হলো। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বালুরঘাট কলেজে। আক্রান্তকে বাঁচাতে গিয়ে রক্ত ঝড়ল এআইডিএসও'র কলেজ কমিটির সম্পাদক সুমন সোরেনের। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আক্রান্ত ছাত্রনেতা।
সূত্রের খবত , গত দুদিন ধরে প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আই কার্ড বিলি শুরু হয়েছে বালুরঘাট কলেজে। অভিযোগ , তৃণমূল ছাত্র পরিষদের তরফে তৃণমূল সংগঠন করা ছাত্র-ছাত্রীদের আগে আই কার্ড বিলি করছে। যার প্রতিবাদ করায় এক সাধারন ছাত্রকে মারধর করা হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও এমন মারধরের ঘটনার প্রতিবাদ করে এআইডিএসও'র কলেজ কমিটির সম্পাদক।
সেই সময় তাকেও মারধর করে রক্তপাত করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এমন অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। এই সংগঠনের তরফে শুক্লা ভুইমালি বলেন," তারা শুধুমাত্র লাইন ঠিক করছিল। কলেজে কোন গন্ডগোলের ঘটনা ঘটেনি"।
এই নিয়ে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পরিচয়পত্র নেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি একটা হয়েছিল। বিষয়টি তিনি জানতে পেরে মিটমাট করিয়ে দেন। তবে কোনও মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন পঙ্কজবাবু।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক