নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে যখন কালিয়াগঞ্জে দুষ্কৃতীদের হাতে বেধড়ক ধোলাই খেয়ে নাক কাটা গেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশের, সেখানেই মাত্র ১ দিনের ব্যবধানে স্কুলে ঢুকে তান্ডব করা বন্দুকবাজকে সুচতুর ভাবে প্রতিহত করে উচ্চ প্রশংসা পেলো মালদহ জেলা প্রশাসন। একসঙ্গে গোটা স্কুলের পড়ুয়াদের প্রাণ রক্ষা করায় মালদহ জেলা প্রশাসনের উচ্চ প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পুলিশের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন মমতা।
সূত্রের খবর , বুধবার বেলা একটা নাগাদ আচমকা বন্দুক নিয়ে মালদহের এক স্কুলে হাজির হয় এক বন্দুকবাজ। তবে শুধুমাত্র বন্দুক নয় রীতিমতো দুটো অ্যাসিডের বোতল এবং বেশ কিছু বোমা নিয়েও ভয় দেখাতে থাকেন পড়ুয়াদের। এরপরই ঘটনার জেরে গোটা স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী।
দীর্ঘ দু'ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতির পর মালদহের ডিএসপি ও ডিএনটি আজহার উদ্দিন খান সিভিল ড্রেসে আটক করেন বন্দুকবাজকে। অভিযুক্ত ব্যক্তি কেন স্কুলকে টার্গেট করেছে তা জানতে ধৃতকে জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহ স্কুল কান্ডের ঘটনাটি শুনতেই তার পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন,'আমার পুলিশরা সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এমনকি মালদহের সাংবাদিকদেরও আমি যথেষ্ট ভালোবাসি। পুলিশ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এত বড় একটা ঘটনার হাত থেকে সকলকে রক্ষা করেছে। তাই আজকে আমার সকল ভাই-বোনেরা সুস্থ আছেন। আজকে ধৃতকে পুলিশি কায়দায় বুদ্ধিমত্তার সঙ্গে চক্রান্তের সমুদ্রে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এসব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। কোন স্বাভাবিক লোক হলে এই জিনিস করতে পারে না'।
তিনি আরও বলেন,'হঠাৎ করে একটি স্কুলে ঢুকে গেল কি করে সে! এখনকার দিনে বাচ্চাদেরকে আই কার্ড ছাড়া স্কুলে ঢুকতে দেওয়া হয় না। সেখানে ওই অপরিচিত ব্যক্তি ঢুকলো কি করে! এমন কি ঢুকে বলছে হোস্টেজ করবে। তবে এরা ধরা পরার পরেই অনেকে তাদের পাগল ছাগল বানিয়ে দেয়। আমি এরকম অনেক দেখেছি। এই হোস্টেজ করার বুদ্ধিটা কে দিল! সকল শিক্ষক এবং পড়ুয়াদের অনেক ধন্যবাদ তারা পুলিশের সঙ্গে অনেক সহযোগিতা করেছে। এই ঘটনায় যে কারোর কোন আঘাত লাগেনি তার জন্য ভগবানকে ধন্যবাদ। তবে আমি বলব স্কুলে দুজন দারোয়ান রাখা যেতেই পারে তারা স্কুলেও নজর রাখবেন এবং এরকম ঘটনা ঘটলে পুলিশকেও সাহায্য করতে পারবেন'।
অন্যদিকে বন্দুক হাতেই ওই যুবক জানিয়েছিলেন,'আমার ছেলেকে টিএমসি পার্টির পুলিশ প্রশাসন অপহরণ করেছে। আমি মুখ্যসচিবকে অভিযোগ জানিয়েছি। ডিএম এসপিকেও অভিযোগ জানিয়েছি। টিএমসি নেতার সঙ্গেও যোগাযোগ করেছি। এই কাজ করার আগে লাইভ ফেসবুক করেছিলাম। আমি বলেছিলাম এনিয়ে পদক্ষেপ না নিলে ফেসবুকের মাধ্যমে বন্দুক কেনার অর্ডার দিয়েছিলাম। আমার ছেলে আর স্ত্রীকে এখানে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাকে এখনও পর্যন্ত ডেকেও জিজ্ঞাসা করেনি'।
মেয়রের হুঁশিয়ারি অমান্য করেই মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি করছে অবৈধ নির্মাণের অভিযোগ
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
লুঠের ভাগ নিয়ে রাস্তায় মারপিট হচ্ছেও তৃণমূলের মধ্যে , তোপ বিজেপির
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
পড়ুয়াদের জন্য নেই সঠিক মিড ডে মিলের ব্যবস্থা টুকুও
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি