নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বদলে গেল ইতিহাস। পরিবর্তন হল পরিসংখ্যান। এর আগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার রাতে যুবভারতীতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেল মশাল বাহিনী। ৩ পয়েন্ট তুলে নিল মশাল বাহিনী।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণে যায় দুই দল। ৮ মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন হিতেশ। যদিও বেশীক্ষণ এগিয়ে থাকতে পারেনি হায়দরাবাদ। ঠিক ২ মিনিটের মধ্যেই অর্থাৎ, ১০ মিনিটে ক্লেটন সিলভা গোল করে ম্যাচ সমতায় ফেরান। প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল ১-১।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় লাল হলুদ। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফল ১-১। সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) বিশ্বমানের গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন সিলভা। এরপর আর গোল শোধ করতে পারেনি হায়দরাবাদ এফসি। স্কোরলাইন ২-১।