আইএসএল, বেঙ্গালুরু বধ মোহনবাগানের

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১১:১৫ IST
65146a070af56_WhatsApp Image 2023-09-27 at 23.14.22

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – পঞ্জাবের পর এবার বেঙ্গালুরু। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বাগান বিগ্রেড। আইএসএলে জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের। গতবারের রানার্স-আপ দল বেঙ্গালুরু এফসিকে ১-০ ব্যবধানে হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান।

প্রথমার্ধে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হলেও গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমোস। ৭৫ মিনিটে বেঙ্গালুরুর সুরেশ ও ৯০+২ মিনিটে বেঙ্গালুরুর রোশন লাল কার্ড দেখেন। গোল শোধ করতে ব্যর্থ। স্কোরলাইন ১-০।

ভিডিয়ো

Kitchen accessories online