নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি। আর প্লে-অফে উঠে গিয়েছে আরসিবি। এটা সম্ভব হয়েছে একমাত্র গতকাল মুম্বাইয়ের জয়ে। আর এই জয়ে ব্যাট হাতে বিশেষ অবদান রেখেছেন টিম ডেভিড। শেষ ম্যাচে জিতে উচ্ছ্বসিত সিঙ্গাপুরের এই ব্যাটার।
ম্যাচ শেষে ডেভিড বলেছেন, 'জয় দিয়ে শেষ করতে পেরে দারুণ লাগছে। একটা ভাল অনুভূতি হচ্ছে। এর আগেও কয়েক বার আমরা জয়ের কাছাকাছি পৌঁছেছি। কিন্তু শেষ ম্যাচে এর থেকে ভাল আমরা আর কী চাইতে পারতাম। ঈশান মাঠ ছাড়ার সময় বলেছিল, উইকেট সমান এবং মন্থর। বল একটু থেমে আসছে। এ জন্য চাপ নেওয়ার কিছু নেই। স্বাভাবিক খেলা খেলতে পারলেই হবে। সে ভাবেই চেষ্টা করেছি। দুটো ছয় একটু ছোট হয়েছে। বাকি দু’টো ঠিক মতো মারতে পেরেছি'।
মুম্বাইয়ের জয়ের উপর নির্ভর করছিল ব্যাঙ্গালোরের প্লে-অফ ভাগ্য। তাই তাঁদের জয় চেয়ে ম্যাচের দিন সকালে ডুপ্লেসি তাঁকে বার্তা পাঠান বলেও জানিয়েছেন ডেভিড। তিনি বলেছেন, ‘সকালেই ডুপ্লেসির কাছ থেকে মেসেজ পাই। একটা ছবিতে গ্লেন ম্যাক্সওয়েল, বিরাটের সঙ্গে ডুপ্লেসিও ছিল। সকলের গায়েই ছিল মুম্বইয়ের জার্সি! ওই ছবিটা পরে আমি নেট মাধ্যমেও দিয়েছি'।
ঋষভ ডেভিডের ক্যাচ তালুবন্দি করলেও মাঠের আম্পায়ার আউট দেননি। আর ঋষভও রিভিউ নেননি। নিজে কেন মাঠ ছাড়লেন না ডেভিড? প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘একটা শব্দ শুনেছিলাম। কিন্তু নিশ্চিত ছিলাম না বল আমার ব্যাট ছুঁয়ে গিয়েছে। ওরাও যখন রিভিউ চাইল না, তখন মনে হল তা হলে বল আমার ব্যাটে লাগেনি। প্যাডে লেগেছে। কিন্তু তার পর কেমন খেললাম বলুন'।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
আইসিসির ক্রমতালিকায় ফের বিরাটকে ছাপিয়ে গেলেন পাক অধিনায়ক
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
আসন্ন ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বোলার জসপ্রীত বুমরা
ম্যাচের শেষে ফলাফল ১১-২১, ১৭-২১
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ম্যাচের শেষে ফলাফল ২১-১২, ২১-১৭