নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - শনিবার মুম্বাইয়ের কাছে মরণ-বাঁচন ম্যাচে পরাজিত হয় দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচে দিল্লির হারের কারণ হিসেবে অনেকেই ঋষভ পন্থের অধিনায়কত্বের দিকে আঙুল তুলেছেন। যদিও দলের প্রধান কোচ এখনও ঋষভ পন্থকেই সঠিক অধিনায়ক হিসেবে বেছে নিচ্ছেন।
ম্যাচের প্রথম বলেই টিম ডেভিডের বলটি নিক হয়ে পন্থের হাতে গেলে রিভিউ নেননি তিনি। পরে রিপ্লে দেখে বোঝা যায় সেটি ব্যাটে লেগেছিল। এরপরের বল থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন টিম ডেভিড। ১১ বলে ৩৪ রান করে প্রায় মুম্বাইয়ের জয় নিশ্চিত করে দিয়েছিলেন তিনি। একটি ক্যাচও হাতছাড়া করেন দিল্লি অধিনায়ক।
ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে পন্টিং বলেছেন, 'নিঃসন্দেহে, আমার মনে কোন সন্দেহ নেই যে গত মরসুমেও ঋষভই অধিনায়কের জন্য সঠিক পছন্দ ছিল। কাঁধে চোট পাওয়ার পর শ্রেয়সের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পরে ঋষভ দলের সাথে একটি দুর্দান্ত কাজ করেছিলেন'।
পন্টিং আরও বলেছেন, 'সে মাত্র একজন যুবক এবং এখনও অধিনায়কত্ব শিখছে। একটি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া সহজ নয়। বিশেষ করে আইপিএল, যা একটি উচ্চ চাপের টুর্নামেন্ট। দুর্ভাগ্যবশত, আপনি যা করেন তা যাচাই করা হবে। তিনি অবশ্যই আমার সম্পূর্ণ সমর্থন পেয়েছে। ম্যাচটি ফসকে যেতে দেখে খারাপ লেগেছিল। তবে হারের জন্য পন্থ দোষী নন'।
শেষে পন্টিং বলেছেন, 'খেলার একটি একক দিকের উপর আঙুল রাখা সবসময় কঠিন। আমাদের ব্যাটিংয়ের শীর্ষ ক্রম ছিল খারাপ। আমরা ৪০ রানে চার উইকেট হারিয়েছিলাম, যা টি-টোয়েন্টি খেলা শুরু করার আদর্শ উপায় নয়, বিশেষ করে বড় গেম যা আপনাকে জিততে হবে'।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
আইসিসির ক্রমতালিকায় ফের বিরাটকে ছাপিয়ে গেলেন পাক অধিনায়ক
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
আসন্ন ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বোলার জসপ্রীত বুমরা
ম্যাচের শেষে ফলাফল ১১-২১, ১৭-২১
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ম্যাচের শেষে ফলাফল ২১-১২, ২১-১৭