নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম কোটিপতি লিগ আইপিএল। সম্প্রতি একাধিক নিয়ম বদল আনা হয়েছে। এবার এই টুর্নামেন্ট শুরুর প্রায় ১০ দিন আগে প্রথম একাদশের নিয়ম পরিবর্তন করা হল।
আগে টসের সময় প্লেয়িং ইলেভেনের শিট দিয়ে দিতে হত। এবার থেকে তা পরিবর্তন করা হল। নতুন নিয়ম অনুযায়ী টসের পর একাদশ ঘোষণা করতে পারবেন অধিনায়করা। অর্থাৎ, ব্যাটিং বা বোলিং টসের পরের পরিস্থিতি বুঝে প্রথম একাদশে বদল করা যাবে।
আগেই ঘোষণা করা হয়েছিল ইমপ্যাক্ট সাবস্টিটিউশনের কথা। অর্থাৎ, প্রথম ইনিংসে একাদশে না থাকা ক্রিকেটার পরের ইনিংসে মাঠে নামতে পারবেন। একজন ইমপ্যাক্ট প্লেয়ারকে ৫ জন প্রথম একাদশে থাকা ক্রিকেটারের সাবস্টিটিউট হিসেবে মাঠে নামানো যাবে।