নিজস্ব প্রতিনিধি , আমেদাবাদ - আজ থেকে শুরু হল গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। গত ২ রা ডিসেম্বর প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পর আজ সকাল থেকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পর্বে উত্তর ও মধ্য গুজরাতের ১৪ টি জেলা জুড়ে মোট ৯৩ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১টি রাজনৈতিক দলের মোট ৮৩৩ জন প্রার্থী। দ্বিতীয় দফায় ভোটারের সংখ্যা ২.৫১ কোটি, যাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
গুজরাত বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে পরিচালনা করা যায় তার জন্য নির্বাচন কমিশন মোট ২৬,৪০৯ টি ভোটকেন্দ্র স্থাপন করেছে, যেখানে প্রায় ৩৬,০০০ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের সুবিধার্থে ১৪ টি জেলায় প্রায় ২৯,০০০ প্রিজাইডিং অফিসার এবং ৮৪,০০০ এরও বেশি পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে।
আজকের নির্বাচনের বিষয়ে, গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক পি ভারতী জানিয়েছেন, মোট ২৬,৪০৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩ টি মডেল পোলিং বুথ তৈরি করা হয়েছে, ৯৩ টি পরিবেশ বান্ধব বুথ, আরও ৯৩ টি দিব্যাং দ্বারা পরিচালিত হবে। আরও ১৪ টি বুথ পরিচালিত হবে যুবকদের দ্বারা৷ দ্বিতীয় দফায় ১৩,৩১৯টি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংও করা হবে বলে তিনি জানান।
এছাড়াও তিনি বলেন, দ্বিতীয় দফায় মোট ২,৫১,৫৮,৭৩০ জন ভোটার ভোট দেবেন। যার মধ্যে ১,২৯,২৬,৫০১ জন পুরুষ, ১,২২,৩১,৩৫৫ জন মহিলা এবং ৮৯৪ জন হলেন তৃতীয় লিঙ্গের নাগরিক। দ্বিতীয় দফায় আহমেদাবাদ, গান্ধীনগর, মেহসানা, পাটন, বানাসকাঁথা, সবরকাঁথা, আরাবলি, মহিসাগর, পঞ্চমহল, দাহোদ, ভাদোদরা, আনন্দ, খেদা এবং ছোট উদয়পুর জেলা জুড়ে ভোটগ্রহণ চলবে।
চূড়ান্ত পর্বের গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলির মধ্যে রয়েছে ঘাটলোদিয়া, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এছাড়াও ভিরামগাম যেখানে পাতিদার নেতা হার্দিক প্যাটেল বিজেপি প্রার্থী হিসাবে এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গান্ধীনগর দক্ষিণ জাফরান পার্টির আলপেশ ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। বিরোধীদলীয় নেতা (এলওপি), কংগ্রেসের সুখরাম রাথাভাও ছোট উদয়পুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও লখাভাই ভারওয়াদ, জিগনেশ মেভানি এবং অমি ইয়াজনিক ভিরামগাম, ভাদগাম এবং ঘাটলোদিয়া আসন থেকে কংগ্রেসের আসনে লড়াই করবে।
এবারের নির্বাচনে কোমর বেধে নেমেছিল আম আদমি পার্টিও। দেবগড়বাড়িয়া থেকে ভরত ভাখালা, দেওদর থেকে ভীমা চৌধুরী, গান্ধীনগর দক্ষিণ থেকে দোলাত প্যাটেল, ভিরামগাম থেকে কুনওয়ারজি ঠাকুর এবং ঘাটলোদিয়া থেকে বিজয় প্যাটেল আপের হয়ে লড়বে দ্বিতীয় দফার নির্বাচনে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই গুজরাতের নাগরিক। দ্বিতীয় পর্বে ভোটাধিকার প্রয়োগ করতে গত রবিবার সন্ধ্যায় আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ রানিপ এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত একটি ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। অপরদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সাংসদ অমিত শাহ নারানপুরা এলাকার একটি পৌর উপ-জোনাল অফিসে ভোট দেন।
এছাড়াও চূড়ান্ত পর্বে ভোটদানকারী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, ইসুদান গাধভি, গুজরাট কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকুর এবং ক্রিকেটার ইরফান পাঠান, হার্দিক পন্ডিয়া এবং কুনাল পন্ডিয়া। আরও রয়েছেন ভাদোদরার রাজপরিবার, কংগ্রেস নেতা এবং সাংসদ শক্তিসিংহ গোহিল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিংহ ভাঘেলা।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ