নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আজ প্রখ্যাত অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার জন্মদিন। বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেনের কন্যা আজ ৪৩তম বর্ষে পদার্পণ করলেন। ইতিমধ্যেই বহু বলি তারকা তাদের সমাজ মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে তাদের বিশেষ মুহূর্তের ছবি সহ তাকে জন্মদিনের শুভ কামনা জানিয়েছেন।
"আজা নাচলে" খ্যাত এই অভিনেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সকল অনুরাগীরা শুভেচ্ছা বার্তা প্রেরণ করছেন।
কিংবদন্তি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে কঙ্কনা অন্যতম। ইন্দিরা শিশুশিল্পী হিসেবে কঙ্কনার অভিনয় কেরিয়ার শুরু হলেও অভিনেত্রী বহু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। "এক যে আছে কন্য়া" ছবির মধ্য দিয়ে কঙ্কনা সর্বপ্রথম মুখ্য চরিত্রে আত্মপ্রকাশ করেন।
ওমকারার ইন্দু ত্যাগী কিংবা ওয়েক আপ সিডের আয়েশা যে কোনও চরিত্রে নিজেকে দর্শকের সামনে নিজেদের সাবলীল ভাবে উপস্থাপনা করার মাধ্যমে খুব অল্প সময়েই সকলের মন জয় করেন নিয়েছিলেন।
২০০২ সালে 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার' ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন খ্যাতনামা এই অভিনেত্রী । পর্দার যে কোনও চরিত্রকে কী ভাবে জীবন্ত করে তুলতে হয়, তা বারংবার প্রমাণ করেছেন কঙ্কনা সেনশর্মা।
এর পরবর্তীতে ২০০৬ সালে 'ওমকারা' সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এইসব ছাড়াও তিনি একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
হিন্দী চলচ্চিত্র ছাড়াও বাংলা ইন্ডাস্ট্রিতেও সমপরিমাণ খ্যাতির আধিকারিনী হয়েছিলেন । 'গয়নার বাক্স' ছবিতে তাঁর অভিনয় সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত। ইতিমধ্যেই কঙ্কনা অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজেও হাত লাগিয়েছেনা । পরিচালক হিসেবে কঙ্কনার প্রথম ছবি 'আ ডেথ ইন দ্য গঞ্জ'।
আজ কিংবদন্তি এই অভিনেত্রী তার ৪৩তম বর্ষে পা দিলেন । সমগ্র গণমাধ্যম জুড়ে বিখ্যাত এই অভিনেত্রীর ভক্তদের শুভেচ্ছার ঢল । বহু ছবিটিতেই অভিনেত্রী তাঁর অভিনয় দক্ষতার ছাপ রাখার কারণে অনুরাগীরা তো বটেই, সমালোচকরাও বহু ক্ষেত্রেই কঙ্কনা সেনশর্মাকে।
একজন দক্ষ অভিনেত্রী হিসেবে মেনে নিয়েছেন। নিজের গায়ের বর্নের কারণে বারংবার সমালোচিত হলেও সেসবে পাত্তা না দিয়ে নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন ।
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন