সকাল থেকেই চলছে বৃষ্টি , ভরা কোটালের জেরে সাগরে ক্রমেই বাড়ছে জল

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১২:২৪ IST

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর আজ কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে। শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এছাড়াও শনিবার মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছিলেন আবহাওয়া দফতর। সেই জেরেই শুক্রবার ভোররাত থেকেই শুরু হয়ে গিয়েছে কাকদ্বীপ সহ উপকূলীয় অঞ্চলগুলিতে।

ভোররাত থেকেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায়। উপকূলীয় অঞ্চলগুলিতে সাগরের জল হু হু করে বাড়ছে। অন্যদিকে আজ পূর্ণিমা তিথি রয়েছে যার জেরে নদী ও সমুদ্রে ভরা কোটালের জন্য জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন ভরা কোটালের জেরে আরও বেশি জল বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলিতে। আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছেন।

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। শনিবার আরো বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

অন্যদিকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারের হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online