নিজস্ব প্রতিনিধি , সিমলা - বহু প্রতীক্ষিত হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচন শুরু হল আজ থেকে। ৬৮ আসনের জন্য শনিবার সকাল ৬ টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। এ বছরের ভোটার সংখ্যা প্রায় ৫৫ লক্ষেরও বেশি। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তাদের মধ্যে ২৮ লক্ষ পুরুষ এবং ২৭ লক্ষ মহিলা। অপরদিকে, ৪১২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২৪ জন মহিলা।
হিমাচলপ্রদেশ বিধানসভা ভোটের ইস্তেহারে বিজেপির তফর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, ক্ষমতায় এলে রাজ্যে চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোর্ট। গত রবিবার এই প্রসঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছিলেন, "অঙ্গীকার করলে সবসময়ই আমরা তা পূরণ করি।" প্রসঙ্গত, এবারের ভোটের তাঁদের ইস্তেহারপত্রের নাম ‘সংকল্পপত্র’ বলে উল্লেখ করেছে গেরুয়া শিবির। সেখানে দলের তরফে ১১টি অঙ্গীকার করা হয়েছিল।
হিমালয়ের কোলের এই রাজ্যে নির্বাচনী প্রচারের শুরু থেকেই অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ শোনা গেছে একাধিক বিজেপি নেতাদের গলায়। এছাড়াও স্বাধীনতার পর থেকেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে জোরাল সওয়াল করে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। এবার সেই প্রতিশ্রুতিই ইস্তেহারে দিল পদ্ম-শিবির। বাকি প্রতিশ্রুতিগুলির মধ্যে দেওয়ানি বিধি ছাড়াও ছিল কর্মসংস্থান, ফুল চাষ ও পর্যটন ব্যবসায় উন্নতির প্রতিশ্রুতি।
আজ কংগ্রেসের রাজ্য প্রধান প্রতিভা সিং জানান, "আমরা হিমাচল প্রদেশের জনগণকে বলতে চাই উন্নয়নের জন্য ভোট দিতে এবং কাজ করতে। কংগ্রেস সবসময় উন্নয়নের জন্য কাজ করেছে এবং আগামী সময়ে শুধুমাত্র কংগ্রেসই রাজ্যে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা ৪০-৪৫টি আসন জিততে আত্মবিশ্বাসী। :"
অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আমরা মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাঁর নেতৃত্বে হিমাচল সরকার বিগত ৫ বছর ধরে ভাল কাজ করেছে। সুতরাং, আমরা আত্মবিশ্বাসী যে জনগণ আমাদের আবারও আশীর্বাদ করবে যাতে ডাবল ইঞ্জিন সরকার ফিরে আসে।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের