নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসসিতে আরও বেআইনি চাকরির সুপারিশ! নবম-দশমে আরও ৪০ জনের বেআইনি চাকরির সুপারিশ! আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ।শুধু তাই নয়, প্রকাশ করতে হবে ওএমআর শিটের কপিও।
৪০ বেআইনি নিয়োগের কারচুপির সত্যতা যাচাই করতে শুক্রবারই বৈঠক হয়। কমিশনের অফিসে বৈঠকের পর একটা চার্ট তৈরি হয় সেটা দুপুর দুটোয় জমা দিতে হবে মামলাকারীদের। সিবিআই তালিকা জমা দেবে আগামিকাল। এদিন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র জানান, 'আসল ওএমআর শিট নষ্ট করা হয়ে গিয়েছে।'
এরপরই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'ওএমআর শিট নিয়ে এত প্রশ্নের পর কীভাবে নষ্ট করা হল?' কমিশন জানিয়েছে, ২০১৮-২০১৯ এর মধ্যে নষ্ট হয়েছে ওএমআর শিট । ফলে নবম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে কি না তা বুঝতে গাজিয়াবাদ হার্ড ডিস্ক ও সল্টলেক হার্ড ডিস্ক মিলিয়ে দেখতে হবে।
এইসব দেখে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ,'এটা কোনও ভূতের কাজ নয়। এটা দেখে স্পষ্ট, এই দুর্নীতি নিশ্চিত ভাবেই তারাই করেছেন, যারা কমিশনের সঙ্গে যুক্ত।' কমিশনকে তিনি নির্দেশ দিয়েছেন, এই ৪০ জনের নাম, রোল নম্বর ও বাকি বিষয় আপলোড করবে। ওএমআর শিটের কপিও আপলোড করতে হবে। মঙ্গলবারই সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ