আজকে ট্রাফিক আপডেট - ০৯.১০.২৩

অক্টোবর ০৯, ২০২৩ দুপুর ১০:৪২ IST
652371c3b1271_images (1) (6)

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ সোমবার। স্কুল কলেজ সহ খোলা সব অফিস কাছারি। রাস্তায় মানুষজনের সংখ্যাও বেশ ভালোই। এখনো পর্যন্ত শহরে যান চলাচলের অবস্থা বেশ স্বাভাবিক। তবে দুপুরের দিকে রয়েছে একটি মিছিল। 

মিছিলটা দুপুর ৩ টে নাগাদ ধর্মতলা লেনিন স্ট্যাচু থেকে হাজরা ক্রসিং পর্যন্ত প্রায় ১০০০ জনের মতো লোক নিয়ে এগিয়ে চলবে। সেক্ষেত্রে রাস্তাঘাটের অবস্থা স্বাভাবিক রাখতে ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে। এছাড়াও পুজোর বাজারে মার্কেটিং কমপ্লেক্সগুলোর রাস্তায় বিশেষ পুলিশ ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে যানচলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়।

ভিডিয়ো

Kitchen accessories online