নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ সোমবার। স্কুল কলেজ সহ খোলা সব অফিস কাছারি। রাস্তায় মানুষজনের সংখ্যাও বেশ ভালোই। এখনো পর্যন্ত শহরে যান চলাচলের অবস্থা বেশ স্বাভাবিক। তবে দুপুরের দিকে রয়েছে একটি মিছিল।
মিছিলটা দুপুর ৩ টে নাগাদ ধর্মতলা লেনিন স্ট্যাচু থেকে হাজরা ক্রসিং পর্যন্ত প্রায় ১০০০ জনের মতো লোক নিয়ে এগিয়ে চলবে। সেক্ষেত্রে রাস্তাঘাটের অবস্থা স্বাভাবিক রাখতে ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে। এছাড়াও পুজোর বাজারে মার্কেটিং কমপ্লেক্সগুলোর রাস্তায় বিশেষ পুলিশ ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে যানচলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।