অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি। তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।প্রতি বছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়।
১.(০২ অক্টোবর,১৮১৪) - এই দিনে সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন। তিনি একজন বক্তা, বেশ কয়েকটি সাময়িকীর সম্পাদক এবং একজন সমাজ সংস্কারক হিসাবে পরিচিত ছিলেন।
২.(০২ অক্টোবর,১৮৬৬) - এই দিনে স্বামী অভেদানন্দ জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতীয় হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা। তিনি বেদান্তের উপর অভেদানন্দ একাধিক গ্রন্থ রচনা এবং পরবর্তীকালে কলকাতা ও দার্জিলিঙে “রামকৃষ্ণ বেদান্ত মঠ” প্রতিষ্ঠা করেছিলেন।
৩.(০২ অক্টোবর,১৮৬৯) - এই দিনে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা।
৪.(০২ অক্টোবর,১৮৮৯) - এই দিনে শিশিরকুমার ভাদুড়ী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য।গিরিশচন্দ্র ঘোষের পর তিনি ছিলেন বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব।
৫.(০২ অক্টোবর,১৯০০) - এই দিনে লীলা নাগ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।
৬.(০২ অক্টোবর,১৯২৪) - এই দিনে তপন সিংহ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।এই চলচ্চিত্রের অভিনেত্রী অরুন্ধতী দেবী তাঁর পত্নী ছিলেন।
৭.(০২ অক্টোবর,১৯৫০) - এই দিনে ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক জন্ম গ্রহণ করেছিলেন।
৮.(০২ অক্টোবর,১৯০৬) - এই দিনে রাজা রবি বর্মা দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় চিত্রশিল্পী।
৯.(০২ অক্টোবর,১৯৪১) - এই দিনে জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করেছিল।
১০.(০২ অক্টোবর,১৯৭২) - এই দিনে বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়েছিল।