অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস । অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম- মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখেনিন এক নজরে প্রতিদিন ।
১) (০৪ ডিসেম্বর ১৮৮৮) - একজন বাঙালি ইতিহাসবিদ 'অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারে'র - জন্মদিন। তিনি আর, সি, মজুমদার নামে অভিহিত। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯১৯ সালে "Corporate life in ancient India" শীর্ষক পিএইছডি গবেষণা প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় । ১৯২৪ সালে Early History of Bengal রচনা করেন। ১৯২৭ সালে তিনি ভিয়েতনামের ইতিহাসের উপরে "চম্পা" নামক একটি পুস্তক, ও ভারতের ইতিহাসের উপরে Ancient India নামক একটি বই রচনা করেন ।
২) (০৪ ডিসেম্বর ১৮৯৩) - বিখ্যাত বাঙালি অভিনেতা 'দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ে'র - জন্মদিন। ১৯২৩ সালে স্টার থিয়েটারে কর্ণাজুন নাটকে বিকর্ণের ভূমিকায় কৃতিত্ব দেখান । ১৯২৫ সালে চিরকুমার সভা নাটকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা পান । তাঁর অভিনীত কর্ণার্জুন, খনা, শকুন্তলা নাটকগুলির রেকর্ড এখনও জনপ্রিয় । দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মাত্র ৫০ বছর বয়েসে মারা যান ।
৩) (০৪ ডিসেম্বর ২০১৭) - একজন প্রথিতযশা ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী 'পূরবী মুখোপাধ্যায়ে'র - প্রয়াণ দিবস। তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অন্যান্য সঙ্গীতকারের লেখা গান গেয়েছেন। তাঁর সঙ্গীত-গুরু ছিলেন শান্তিনিকেতনের কিংবদন্তী শিল্পী দেবব্রত বিশ্বাস। তিনি তাঁর গুরুর সঙ্গে কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে দ্বৈত সঙ্গীত পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন।
৪) (০৪ ডিসেম্বর ২০১৭) - বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা 'বলবীর রাজ কাপুরে'র - প্রয়াণ দিবস। যিনি শশী কাপুর নামেই বেশি পরিচিত । ভারতের বলিউডের চলচ্চিত্রে মুখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি । ২০১১ সালে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদকে ভূষিত হন। ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।
৫) (০৪ ডিসেম্বর ১৯১০) - একজন ভারতীয় আইনজ্ঞ, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ 'রামাস্বামী ভেঙ্কটরমনে'র - জন্মদিন। কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতের ৮ম রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।
৬) (০৪ ডিসেম্বর ২০০০) - ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি এলাকার উদগমণ্ডলম বা উটাকামুন্ড জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা 'মাইকেল কলিন কাউড্রে, টনব্রিজের ব্যারন কাউড্রে'র - প্রয়াণ দিবস। কলিন কাউড্রে ১৯৫৪-৭৫ মেয়াদকালে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার পাশাপাশি অক্সফোর্ড, কেন্ট কাউন্টি দলে খেলেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন ১৯৬৮ সালে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে । ১৯৭২ সালে সিবিই পদকে ভূষিত হন কাউড্রে। ১৯৯২ সালে নাইট খেতাব পান। ২০০৯ সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয় ।
৭) (০৪ ডিসেম্বর ১৯৭১) - ভারতীয় নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনী এবং করাচি আক্রমণ করে।
৮) (০৪ ডিসেম্বর ২০১৫) - ভারতের চেন্নাই এবং তামিলনাড়ু রাজ্যে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যায় ২৬০ জন মারা যায় এবং হাজার হাজার আটকা পড়ে। ভারতের নৌবাহিনীর বীরত্ব, কৃতিত্ব এবং ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা।
৯) (০৪ ডিসেম্বর ১৮২৯) - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।
১০) (০৪ ডিসেম্বর ১৮২১) - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’ প্রথম প্রকাশিত হয়।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ