অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস । অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।
১.(১ লা জুন,১৮৪২) - এই দিনে সত্যেন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়।পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ।সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর পরিবারের জোড়াসাঁকো শাখার দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র। তিনি বাড়িতেই সংস্কৃত ও ইংরেজি শিখেছিলেন।
২.(১ লা জুন,১৯৩৪) - এই দিনে মোহিত চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার।তিনি আধুনিক ভারতীয় নাটকের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। মোহিত চট্টোপাধ্যায় ১২ই এপ্রিল ২০১২ সালে মারা যান কারণ তিনি ক্যান্সারে ভুগছিলেন।
৩.(১ লা জুন,১৯৩৫) - এই দিনে বিমলকৃষ্ণ মতিলাল জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি দার্শনিক অধ্যাপক।তাঁর প্রভাবশালী রচনাগুলি পশ্চিমী দর্শনের ভাব দিয়ে বুঝিয়েছিলেন।তিনি বেশিরভাগ বিষয়গুলিকে ভারতীয় দার্শনিক ঐতিহ্য দিয়ে একত্রিত করে বুদ্ধিগম্য যুক্তিবিদ্যা পদ্ধতি দিয়ে উপস্থাপন করেছিলেন। ১৯৭৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য ধর্ম ও নীতি সম্পর্কিত স্পালডিং অধ্যাপক হয়ে ছিলেন।
৪.(১ লা জুন,১৯৬৩) - এই দিনে কুমার বিশ্বজিৎ জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাংলাদেশি একজন সঙ্গীতশিল্পী।তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন।
৫.(১ লা জুন,১৯৬৮) - এই দিনে সেলিনা বেগম জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৬ এর সংসদ সদস্য।
৬.(১ লা জুন,১৯৭৬ ) - এই দিনে শাহরিয়ার হোসেন জন্ম গ্রহণ করেছিলেন,তিনি ছিলেন বাংলাদেশী সাবেক ক্রিকেটার।১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অংশগ্রহণসহ ২০০০ সালে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী টেস্টের অন্যতম সদস্য ছিলেন তিনি।
৭.(১ লা জুন,১৯৬২) - এই দিনে প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন দেহ ত্যাগ করেছিলেন।তিনি ছিলেন একজন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদিক পণ্ডিত।
৮.(১ লা জুন,১৯৯৮) - এই দিনে ব্রজেন দাস দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু।
৯.(১ লা জুন,১৯৭২) - এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল চিলিকে।
১০.(১ লা জুন,১৯৯০) - এই দিনে জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে