আজকের ইতিহাস - ০১.১০.২০২৩

অক্টোবর ০১, ২০২৩ রাত ১২:২০ IST
65184a2776003_IMG-20230102-WA0010(28)

অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।

১.(১অক্টোবর,১৮৬১) - এই দিনে নীলরতন সরকার জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ। তিনি বহু শিক্ষাসংস্থা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং এগুলি স্থাপনে সহযোগিতা করেছিলেন।

২.(১অক্টোবর,১৯০৬) - এই দিনে শচীন দেববর্মণ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী।বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী ছিলেন তিনি।

৩.(১অক্টোবর,১৯০৬) - এই দিনে নিকুঞ্জ সেন জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার।

৪.(১ অক্টোবর,১৯৩৫) - এই দিনে কৃষ্ণা চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেযুগের একজন বিশিষ্ট অতুলপ্রসাদী শিল্পী।

৫.(১ অক্টোবর,১৯৪৮) - এই দিনে পশ্চিমবঙ্গে জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল জন্ম গ্রহণ করেছিলেন।তিনি হলেন এক বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, সমাজকর্মী, সাক্ষরতা ও জনশিক্ষা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব।

৬.(১ অক্টোবর,১৯৯০) - এই দিনে জন স্টুয়ার্ট বেল দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।

৭.(১ অক্টোবর,১৭৮০) - এই দিনে কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়েছিল।
 

৮.(১ অক্টোবর,১৮৫৪) - এই দিনে ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়েছিল।
 

৯.(১ অক্টোবর,১৯৬০) - এই দিনে নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল।
 

১০.(১ অক্টোবর,১৯৮৯) - এই দিনে বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান করেছিল।

ভিডিয়ো

Kitchen accessories online