অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি। তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।১১ সেপ্টেম্বর স্মরণ ও সেবা দিবস।
১.(১১ সেপ্টেম্বর,১৯০৮) - এই দিনে বিনয় বসু জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।বিনয় বসুর জন্ম হয়েছিল ১৯০৮ সালের ১১ই সেপ্টেম্বর, মুন্সীগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে।
২.(১১ সেপ্টেম্বর,১৯২৪) - এই দিনে তাপস সেন জন্ম গ্রহণ করেছিলেন , তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী।
৩.(১১ সেপ্টেম্বর,১৯৬৯) - এই দিনে কনক চাঁপা জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাংলাদেশী কন্ঠশিল্পী।তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
৪.(১১ সেপ্টেম্বর,১৯৭০) - এই দিনে কালিকাপ্রসাদ ভট্টাচার্য জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক।
৫.(১১ সেপ্টেম্বর,১৯৪৮) - এই দিনে মুহাম্মদ আলী জিন্নাহ দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।
৬.(১১ সেপ্টেম্বর,১৯৭১) - এই দিনে নিকিতা ক্রুশ্চেভ দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রনায়ক।তিনি যৌবনে খনিশ্রমিক এবং পরবর্তীতে রাশিয়ার গৃহযুদ্ধে রাজনৈতিক নেতা হিসেবে কাজ করেছিলেন।
৭.(১১ সেপ্টেম্বর,১৯৮৭) - এই দিনে মহাদেবী বর্মা দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন প্রখ্যাত হিন্দি ভাষার কবি।তাঁকে আধুনিক মীরা বলেও অভিহিত করা হয়েছিল।
৮.(১১ সেপ্টেম্বর,১৯৮৭) - এই দিনে মণিকুন্তলা সেন দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।
৯.(১১ সেপ্টেম্বর,১৮৭৫) - এই দিনে সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়েছিল।
১০.(১১ সেপ্টেম্বর,১৮৫৩) - এই দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়েছিল।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২