অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।১৩ সেপ্টেম্বর হলো ' যাত্রী অধিকারী দিবস '
১.(১৩ সেপ্টেম্বর,১৬৯৪) - এই দিনে জগন্নাথ তর্কপঞ্চানন জন্ম গ্রহণ করেছিলেন,তিনি ছিলেন বাঙালী শ্রুতিধর ও পণ্ডিত।তাঁর পিতার নাম পণ্ডিত রুদ্রদেব তর্কবাগীশ।
২.(১৩ সেপ্টেম্বর,১৯০৪) - এই দিনে সৈয়দ মুজতবা আলী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।তিনি তাঁর ভ্রমণকাহিনির জন্য বিশেষভাবে জনপ্রিয়।
৩.(১৩ সেপ্টেম্বর,১৯১০) - এই দিনে রজনীকান্ত সেন জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার।তিনি "কান্তকবি" নামেও পরিচিত।
৪.(১৩ সেপ্টেম্বর,১৯২৪) - এই দিনে ভূপেন্দ্রনাথ বসু জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।
৫.(১৩ সেপ্টেম্বর,১৬০৯) - এই দিনে অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পেয়েছিল, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী।
৬.(১৩ সেপ্টেম্বর,১৭৮০) - এই দিনে বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়েছিল।
৭.(১৩ সেপ্টেম্বর,১৮৪৭) - এই দিনে আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করেছিল আমেরিকা।
৮.(১৩ সেপ্টেম্বর,১৯৪৩) - এই দিনে জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হয়েছিল।
৯.(১৩ সেপ্টেম্বর,১৯৫৯) - এই দিনে চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়েছিল।
১০.(১৩ সেপ্টেম্বর,১৯৯৫) - এই দিনে শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হয়েছিল।
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা