অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস । অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।
১.( ২৪ জানুয়ারি,১৮২৬) - জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর যিনি ছিলেন অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।১৮৫৯ সালে চিকিৎসার জন্য জ্ঞানেন্দ্রমোহন সস্ত্রীক ইংল্যান্ডে গিয়েছিলেন।এরপর তিনি আরোগ্যলাভের পর লন্ডন বিশ্ববিদ্যালয়ে হিন্দু আইন ও বাংলা ভাষার শিক্ষক রূপে যোগদান করেছিলেন।
২.( ২৪ জানুয়ারি,১৮৮৮) - নলিনীকান্ত ভট্টশালী হিনি ছিলেন একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা তিনি এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন।
৩.( ২৪ জানুয়ারি,১৮৫৭) - এই দিনে ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল।
৪.( ২৪ জানুয়ারি,১৯৫০) - এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল।
৫.( ২৪ জানুয়ারি,২০১১) - ভীমসেন জোশী যিনি ছিলেন ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী তিনি এই দিনে মৃত্যু বরণ করেছিলেন।তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানে অনেকদিন ছিলেন। তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসাবে বেশি পরিচিত ছিলেন। ছাড়াও ভজন, ঠুংরি, দাদরার মতো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারায় ছিল তার সহজাত ।
৬.( ২৪ জানুয়ারি,২০২২) - এই দিনে প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর দেহ ত্যাগ করেছিলেন।
৭.( ২৪ জানুয়ারি,১৫৫৬) - এই দিনে চীনে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল।
৮.( ২৪ জানুয়ারি,১৮৩৯) - এই দিনে চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হয়েছিল।
৯.( ২৪ জানুয়ারি,১৯৫৪) - এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় মৃত্যুবরণ করেছিল।
১০.( ২৪ জানুয়ারি,১৪৫৮) - এই দিনে প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিল।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।