অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস । অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।
১.( ২৫ জানুয়ারি,১৮২৪) - এই দিনে মাইকেল মধুসূদন দত্ত - বাঙালি কবি ও নাট্যকার ছিলেন এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়েছিল।
২.( ২৫ জানুয়ারি,১৮৫০) - অর্ধেন্দুশেখর মুস্তফি বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।তিনি নাট্যজগতে "মুস্তোফী সাহেব" নামে পরিচিত ছিলেন। তিনি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেছিলেন।
৩.( ২৫ জানুয়ারি,১৮৫৬) - এই দিনে অশ্বিনীকুমার দত্ত জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
৪.( ২৫ জানুয়ারি,১৮৬৩) - এই দিনে মানকুমারী বসু জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাংলার সর্বজনবিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা।
৫.( ২৫ জানুয়ারি,১৮৮৪) - এই দিনে রাধাকুমুদ মুখোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
৬.(২৫ জানুয়ারি,১৮৮২) - এই দিনে বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফ জন্ম গ্রহণ করেছিলেন।
৭.( ২৫ জানুয়ারি,১৯৫৪) - এই দিনে মানবেন্দ্র নাথ রায় দেহ ত্যাগ করেছিলেন।তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
৮.(২৫ জানুয়ারি,১৯৭৯) - এই দিনে অনন্ত সিং দেহ ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।
৯.( ২৫ জানুয়ারি,১৯৫৭) - এই দিনে আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি জন্ম গ্রহণ করেছিলেন।
১০.(২৫ জানুয়ারি,১৮৩১) - এই দিনে পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।