আজকের ইতিহাস - ২৫.০১.২০২৩

জানুয়ারী ২৫, ২০২৩ দুপুর ১০:৩৭ IST

অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস । অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।

১.( ২৫ জানুয়ারি,১৮২৪) - এই দিনে মাইকেল মধুসূদন দত্ত  - বাঙালি কবি ও নাট্যকার ছিলেন এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়েছিল।
২.( ২৫ জানুয়ারি,১৮৫০) -  অর্ধেন্দুশেখর মুস্তফি বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।তিনি নাট্যজগতে "মুস্তোফী সাহেব" নামে পরিচিত ছিলেন। তিনি কলকাতার বাগবাজারে  জন্মগ্রহণ করেছিলেন।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন


৩.( ২৫ জানুয়ারি,১৮৫৬) - এই দিনে অশ্বিনীকুমার দত্ত জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
৪.( ২৫ জানুয়ারি,১৮৬৩) - এই দিনে মানকুমারী বসু জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাংলার সর্বজনবিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা।
৫.( ২৫ জানুয়ারি,১৮৮৪) - এই দিনে রাধাকুমুদ মুখোপাধ্যায়  জন্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
৬.(২৫ জানুয়ারি,১৮৮২) - এই দিনে বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফ জন্ম গ্রহণ করেছিলেন।
৭.( ২৫ জানুয়ারি,১৯৫৪) - এই দিনে মানবেন্দ্র নাথ রায় দেহ ত্যাগ করেছিলেন।তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
৮.(২৫ জানুয়ারি,১৯৭৯) - এই দিনে অনন্ত সিং দেহ ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।
৯.( ২৫ জানুয়ারি,১৯৫৭) - এই দিনে আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি জন্ম গ্রহণ করেছিলেন।
১০.(২৫ জানুয়ারি,১৮৩১) - এই দিনে পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।

ভিডিয়ো

Kitchen accessories online