অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস । অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম- মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখেনিন এক নজরে প্রতিদিন ।
১) (২৭ নভেম্বর ১৮৭৮) - বিখ্যাত একজন বাঙালি কবি ও সম্পাদক 'যতীন্দ্রমোহন বাগচী'র - জন্মদিন। ১৯৪৭ থেকে ১৯৪৮ পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। তাঁর রচনায় রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করে যায়।
২) (২৭ নভেম্বর ১৮৮৮) - একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক 'রথীন্দ্রনাথ ঠাকুরে'র - জন্মদিন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য । ১৯১০ সালে রথীন্দ্রনাথ শেষেন্দ্রভূষণ ও বিনোদিনী দেবীর বিধবা কন্যা প্রতিমা দেবীকে বিবাহ করেন। এই বিবাহই ছিল ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ । তার রচিত গ্রন্থগুলি হল: প্রাণতত্ত্ব , অভিব্যক্তি।
৩) (২৭ নভেম্বর ১৯১৩) - একজন ভারতীয় শিল্পী যিনি বঙ্গীয় স্কুল অব আর্টের সদস্য ছিলেন 'চিত্রনিভা চৌধুরী'র - জন্মদিন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা চিত্রশিল্পী। তাঁর হাজারেরও বেশি শিল্পকর্ম রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ল্যান্ডস্কেপ, স্থিরচিত্র, আলংকারিক শিল্প এবং প্রতিকৃতি রয়েছে।
৪) (২৭ নভেম্বর ১৯৫২) - ভারতের বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক 'অলোকেশ বাপ্পি লাহিড়ী'র - জন্মদিন। সঙ্গীত জগতে তিনি বাপ্পী-দা নামেও পরিচিত। ১৯৮০'র দশকের চলচ্চিত্র বিশেষ করে ডিস্কো ড্যান্সার, নমক হালাল এবং শরাবী'র ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সমাদৃত হন ।
৫) (২৭ নভেম্বর ১৯৮৪) - ভারতের বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, গায়ক ও নাট্যব্যক্তিত্ব 'অসিতবরণ মুখোপাধ্যায়ে'র - প্রয়াণ দিবস। প্রথম নায়ক হিসাবে অভিনয় করেন "কাশীনাথ" ছবিতে। হিন্দি "পরিণীতা" ছায়াছবি থেকে তিনি নায়ক হিসাবে সর্বভারতীয় স্বীকৃতি পান,আর সারা ভারতে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে "ওয়াপস" ছায়াছবি থেকে। ওই ছবিতে তাঁর কণ্ঠের গান হাম কোচোয়ান গানটি তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়।
৬) (২৭ নভেম্বর ২০০৮) - ভারতীয় রাজনীতিবিদ যিনি ছিলেন ১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত ভারতের সপ্তম প্রধানমন্ত্রী, 'বিশ্বনাথ প্রতাপ সিংহ'র - প্রয়াণ দিবস। তিনি ভি. পি. সিং নামে পরিচিত। কিডনির সমস্যা তিনি ২৭ নভেম্বর ২০০৮ সালে ৭৭ বছর বয়সে মারা যান এবং রাষ্ট্রীয়
সম্মানে ভূষিত হন।
৭) (২৭ নভেম্বর ১৯৯৩)- ভারত বেঙ্গল জুবিলি ক্রিকেট ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারায়।
৮) (২৭ নভেম্বর ১৯৪৩) - চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
৯) (২৭ নভেম্বর ১৯৪১) - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
১০) (২৭ নভেম্বর ১৯০১) - ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
মৃত্যুকালে পারভেজ মুসারফের বয়স হয়েছিল ৭৯ বছর