আজকের ইতিহাস ২৮.০৯.২০২৩

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সকাল ০৯:৩৫ IST
6514569190aea_IMG-20230102-WA0010(28)

অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি। তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।২৮ সে সেপ্টেম্বর হলো তথ্য অধিকার দিবস।

১.(২৮ সেপ্টেম্বর,১৭৯৩) - এই দিনে রাণী রাসমণি জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন প্রসিদ্ধ ভারতীয় মানবদরদি জমিদার।তাছাড়া তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।

২.(২৮ সেপ্টেম্বর,১৮৮৯) - এই দিনে নলিনীকান্ত সরকার জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী।

৩.(২৮ সেপ্টেম্বর,১৯০৭) - এই দিনে ভগৎ সিংহ জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

৪.(২৮ সেপ্টেম্বর,১৯২৯) - এই দিনে লতা মঙ্গেশকর জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী ও ভারতরত্ন প্রাপক।তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তাঁর গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি।

৫.(২৮ সেপ্টেম্বর,১৯৮২) - এই দিনে রণবীর কাপুর জন্ম গ্রহণ করেছেন।তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।২০০৭ সালে সাওয়ারিয়া ছবিতে তাঁর বলিউডে প্রথম আবির্ভাব হয়েছিল।

৬.(২৮ সেপ্টেম্বর,১৯২৬) - এই দিনে অনন্তহরি মিত্র দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

৭.(২৮ সেপ্টেম্বর,১৯০৬) - এই দিনে হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু হয়েছিল।
 

৮.(২৮ সেপ্টেম্বর,১৯২৩) - এই দিনে বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটেছিল।
 

৯.(২৮ সেপ্টেম্বর,১৯২৮) - এই দিনে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন।
 

১০.(২৮ সেপ্টেম্বর,১৯৭৫) - এই দিনে স্টুয়ার্ট ক্লার্ক জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ভিডিয়ো

Kitchen accessories online