অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি। তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।
১.(২৯ সেপ্টেম্বর,১৭২৫) - এই দিনে রবার্ট ক্লাইভ জন্ম গ্রহণ করেছিলেন,তিনি ছিলেন ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেছিলেন।
২.(২৯ সেপ্টেম্বর,১৮৪১) - এই দিনে দুর্গাচরণ রক্ষিত জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি।
৩.(২৯ সেপ্টেম্বর,১৯০৯) - এই দিনে ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বলিউডের বিশিষ্ট মুখার্জী-সমর্থ পরিবারের সূচনাকার।
৪.(২৯ সেপ্টেম্বর,১৯১৪) - এই দিনে মনি গুহ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা।
৫.(২৯ সেপ্টেম্বর,১৯০০) - এই দিনে গুরুপ্রসাদ সেন দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক 'বিহার হেরল্ড' এর প্রতিষ্ঠাতা।
৬.(২৯ সেপ্টেম্বর,১৯৪২) - এই দিনে মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের শহীদ।
৭.(২৯ সেপ্টেম্বর,১৫২১) - এই দিনে তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করেছিল।
৮.(২৯ সেপ্টেম্বর,১৭৬০) - এই দিনে রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করেছিল।
৯.(২৯ সেপ্টেম্বর,১৯৩৫) - এই দিনে ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়েছিল।
১০.(২৯ সেপ্টেম্বর,১৯৩৯) - এই দিনে পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়েছিল।