অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।এই বছর ০৭ সেপ্টেম্বর কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করা হবে।
১.(৭ সেপ্টেম্বর,১৮২৬) - এই দিনে রাজনারায়ণ বসু জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক।বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত "মেঘনাদবধ" কাব্য ইংরেজিতে অনুবাদ করেছিলেন।
২.(৭ সেপ্টেম্বর,১৮৮৭) - এই দিনে গোপিনাথ কবিরাজ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি সংস্কৃত- তন্ত্র পণ্ডিত ও দার্শনিক।১৯১৪ সালে প্রথম একজন গ্রন্থাগারিক হিসাবে নিযুক্ত হন, তিনি ১৯৩৩ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত সরকারি সংস্কৃত কলেজ, বারাণসীর অধ্যক্ষ ছিলেন।
৩.(৭ সেপ্টেম্বর,১৮৯২) - এই দিনে কুমুদশঙ্কর রায় জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী।ব্রিটিশ ভারতে চিকিৎসাশাস্ত্রে যক্ষ্মা গবেষণায় ও নিরাময়ে অসামান্য অবদানের এক সুপরিচিত নাম।
৪.(৭ সেপ্টেম্বর,১৯২০) - এই দিনে আশুতোষ মুখোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক।
৫.(৭ সেপ্টেম্বর,১৯৩৪) - এই দিনে সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাঙালি লেখক এবং কবি।২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
৬.(৭ সেপ্টেম্বর,১৯৩২) - এই দিনে শ্যামসুন্দর চক্রবর্তী দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি সাংবাদিক, দেশপ্রেমিক ও বক্তা।
৭.(৭ সেপ্টেম্বর,১৯৭৬) - এই দিনে সুরেন্দ্রমোহন ঘোষ দেহ ত্যাগ করেছিলেন।তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি।
৮.(৭ সেপ্টেম্বর,১৯৯৯) - এই দিনে পুলক বন্দ্যোপাধ্যায় দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার।
৯.( ৭ সেপ্টেম্বর,২০২২) - এই দিনে নিত্যপ্রিয় ঘোষ দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক।
১০.(৭ সেপ্টেম্বর,১৩০৩) - এই দিনে গিলাইম ডি নোগারেট ফ্রান্সের চতুর্থ ফিলিপের পক্ষে পোপ বনিফেস অষ্টম বন্দিকে নিয়েছিলেন।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন