অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি । তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।
১.(৯ সেপ্টেম্বর,১৮৭২) - এই দিনে সরলা দেবী চৌধুরানী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী।ইনি ১৯১০ সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন।
২.(৯ সেপ্টেম্বর,১৮৭৮) - এই দিনে দ্বিজেন্দ্রনাথ মৈত্র জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।দ্বিজেন্দ্রনাথ মৈত্রর জন্ম হয়েছিল কলকাতার ব্রাহ্ম সমাজভুক্ত পরিবারে।
৩.(৯ সেপ্টেম্বর,১৮৮২) - এই দিনে অনুরূপা দেবী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক।তিনি ছিলেন সেই সময়কার এক বিশিষ্ট ছোটোগল্পকার, কবি এবং সেই সঙ্গে সমাজ সংস্কারকও।
৪.(৯ সেপ্টেম্বর,১৯১৫) - এই দিনে সুরেশচন্দ্র চক্রবর্তী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক।
৫.(৯ সেপ্টেম্বর,১৯২০) - এই দিনে সন্তোষকুমার ঘোষ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।তাঁর কবিতা দিয়ে তার সাহিত্য রচনার শুরু হয়।
৬.(৯ সেপ্টেম্বর,১৯২১) - এই দিনে পলান সরকার জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।
৭.(৯ সেপ্টেম্বর,১৯৬৭) - এই দিনে অক্ষয় কুমার জন্ম গ্রহণ করেছিলেন।তিনি হলেন ভারতীয় অভিনেতা।তাঁর প্রকৃত নাম রাজিব হরি ওম ভাটিয়া।২৯ বছরের অধিক অভিনয় জীবনে তিনি এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।
৮.(৯ সেপ্টেম্বর,১৯৬৩) - এই দিনে রাধাকুমুদ মুখোপাধ্যায় দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
৯.(৯ সেপ্টেম্বর,১৯৮৯) - এই দিনে রাধারাণী দেবী দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি মহিলা কবি।
১০.(৯ সেপ্টেম্বর,১৮৮১) - এই দিনে আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়েছিল।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন