অমৃতবাজার এক্সক্লুসিভ - অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি। তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।
১.(১০ সেপ্টেম্বর,১৮৭২) - এই দিনে কুমার শ্রী রঞ্জিতসিংজী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।পাশাপাশি ডানহাতে স্লো বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
২.(১০ সেপ্টেম্বর,১৮৮৭) - এই দিনে গোবিন্দবল্লভ পন্থ জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার।
৩.(১০ সেপ্টেম্বর,১৮৮৯) - এই দিনে পুণ্যলতা চক্রবর্তী জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি শিশুসাহিত্যিক। তাঁর মা বিধুমুখী দেবী ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে।
৪.(১০ সেপ্টেম্বর,১৮৯০) - এই দিনে অসিত কুমার হালদার জন্ম গ্রহণ করেছিলেন ,তিনি ছিলেন বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী।
৫.(১০ সেপ্টেম্বর,১৯২২) - এই দিনে ধনঞ্জয় ভট্টাচার্য জন্ম গ্রহণ করেছিলেন,তিনি ছিলেন প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার।তিনি সঙ্গীতকার ও সঙ্গীত নির্দেশক হিসাবেও তার খ্যাতি ছিল।
৬.(১০ সেপ্টেম্বর,১৯১৫) - এই দিনে বাঘা যতীন দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি বিপ্লবী।তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত ছিলেন।
৭.(১০ সেপ্টেম্বর,১৯৮৮) - এই দিনে অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় দেহ ত্যাগ করেছিলেন,তিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক।
৮.(১০ সেপ্টেম্বর,১৭৯৪) - এই দিনে কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়েছিল।
৯.(১০ সেপ্টেম্বর,১৮২৩) - এই দিনে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হয়েছিল।
১০.(১০ সেপ্টেম্বর,১৯৭৪) - এই দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করেছিল।
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট