অমৃতবাজার এক্সক্লুসিভ - আজকের ইতিহাস। অতীতে কোথায় কি ঘটেছিলো ? বিখ্যাত ব্যক্তির জন্ম - মৃত্যু কিংবা কি কারণে বিখ্যাত? এসব আমরা প্রায় ভুলতে বসেছি। তাই ইতিহাসকে মনে রাখতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভন্ন ঘটনার বিবরণ দেখে নিন এক নজরে প্রতিদিন।১৭ সেপ্টেম্বর হলো মহান শিক্ষা দিবস।
১.(১৭ সেপ্টেম্বর,১৮৬৭) - এই দিনে গগনেন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা।তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য ছিলেন।
২.(১৭ সেপ্টেম্বর,১৯১৮) - এই দিনে সত্য চৌধুরী জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।তাঁর পিতা যতীন্দ্রমোহন চৌধুরী ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। তাঁর মাতা বিমলাদেবী।
৩.(১৭ সেপ্টেম্বর,১৯৩৪) - এই দিনে বিনয় মজুমদার জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাঙালি কবি।তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও ইঞ্জিনিয়ার।
৪.(১৭ সেপ্টেম্বর,১৯৪৪) - এই দিনে বিভু ভট্টাচার্য জন্ম গ্রহণ করেছিলেন।তিনি ছিলেন বাঙালি অভিনেতা।১৯৯৮ সালে সন্দীপ রায় পরিচালিত টেলিসিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য তিনি সুখ্যাতি ও পরিচিতি লাভ করেছিলেন।
৫.(১৭ সেপ্টেম্বর,১৯৫০) - এই দিনে নরেন্দ্র মোদি জন্ম গ্রহণ করেছিলেন।তিনি হলেন ভারতের ১৫দশ প্রধানমন্ত্রী।তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক দলের সদস্য ।
৬.(১৭ সেপ্টেম্বর,১৯৫৪) - এই দিনে যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেহ ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন বাংলা ভাষার কবি।
৭.(১৭ সেপ্টেম্বর,১৯৬৪) - এই দিনে নরেশচন্দ্র সেনগুপ্ত দেহ ত্যাগ করেছিলেন,তিনি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।তিনি একজন বাঙালি আইনজীবী, অধ্যাপক এবং প্রগতিশীল সাহিত্যিক ছিলেন।
৮.(১৭ সেপ্টেম্বর,১৮৪৬) - এই দিনে সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়েছিল।
৯.(১৭ সেপ্টেম্বর,১৮৪৮) - এই দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়েছিল।
১০.(১৭ সেপ্টেম্বর,১৮৭১) - এই দিনে সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়েছিল।
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে