আজকের রুপোর দাম, ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার ২০২৩

জানুয়ারী ২৬, ২০২৩ বিকাল ০৭:৪৩ IST
63d2858cae9c7_s 2

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিদিনের রুপোর বাজার দর কী হবে, তা নির্ধারণ করা হয় । শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে । আজ কলকাতায় রুপোর দাম ঊর্ধ্বমুখী রয়েছে । ২৬ শে জানুয়ারি ২০২৩ তারিখে কলকাতায় রুপোর দামের তালিকা দেখে নিন একনজরে । 

 

রুপোর বাট (প্রতি কেজি)

৭২৬০০ টাকা

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

 

খুচরো রুপো (প্রতি কেজি)

৭২৭০০ টাকা

 

এই মূল্য সন্ধ্যা (২৬ শে জানুয়ারি ২০২৩) ৭.০০ মিনিটের পাওয়া শেষ আপডেট অনুযায়ী । এই মূল্যের ওপর কোনওরকম GST বা সরকারি ট্যাক্স নেই ।

ভিডিয়ো

Kitchen accessories online