আজকের রুপোর দাম ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৩

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১০:৩৯ IST
6515b30f193e1_WhatsApp Image 2023-09-28 at 22.31.51_8bc3f061

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিদিনের রুপোর বাজার দর কী হবে, তা নির্ধারণ করা হয় । শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে । আজ কলকাতায় রুপোর দাম নিম্নমুখী রয়েছে । ২৮শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে কলকাতায় রুপোর দামের তালিকা দেখে নিন একনজরে ।                
   
  
রুপোর বাট (প্রতি কেজি) 

৭৩৭০০টাকা

খুচরো রুপো (প্রতি কেজি)  

৭৩৮০০ টাকা  

এই মূল্য রাত (২৮শে সেপ্টেম্বর ২০২৩) ১০.৩৫ মিনিটে পাওয়া শেষ আপডেট অনুযায়ী । এই মূল্যের ওপর কোনওরকম GST বা সরকারি ট্যাক্স নেই ।

ভিডিয়ো

Kitchen accessories online