আজকের সোনার দাম ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৩

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১০:৩৫ IST
6515b2350f9ef_WhatsApp Image 2023-09-28 at 22.30.14_03a78755

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার হলুদ ধাতুর মূল্য নিম্নমুখী রয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তি এলাকায় ২৪ ও ২২ ক্যারেট সোনার দাম রয়েছে নিম্নমুখী।  
       
২৮শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে কলকাতার সোনার দামের তালিকা দেখে নিন একনজরে ।      
    
  
গহনা সোনার দাম (২২ ক্যারেট)

১ গ্রাম ৫৩৯০ টাকা   

১০ গ্রাম ৫৩৯০০ টাকা    

পাকা সোনার দাম (২৪ ক্যারেট)

১ গ্রাম ৫৮৮০ টাকা

১০ গ্রাম ৫৮৮০০ টাকা     
 

এই মূল্য রাত (২৮শে সেপ্টেম্বর ২০২৩) ১০.৩০ মিনিটে পাওয়া শেষ আপডেট অনুযায়ী । এই মূল্যের ওপর কোনওরকম GST বা সরকারি ট্যাক্স নেই ।

ভিডিয়ো

Kitchen accessories online