নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম – শনিবার প্রথম দফার ভোট। ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার ডাংরিয়া প্রাথমিক স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বুথের কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে।