নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। হরিদেবপুর হসপিটাল মোড়ের কাছে পায়েলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও কে বা কারা এই ঘটনায় জড়িত তা স্পষ্ট নয়। হামলার সময় গাড়িতে উপস্থিত থাকলেও সুস্থ রয়েছেন তিনি।
হামলার পর পায়েল জানিয়েছেন, “কাচ ভাঙার শব্দে পিছনে তাকিয়ে বুঝতে পারি কেউ হামলা করেছে। এ রকম ঘটনা গতকাল থেকেই ঘটছে। বাইকে করে দুষ্কৃতী এসে হামলা করেছে, তবে দেখিনি বাইকে কারা ছিল। আমরা অভিযোগ জানাব।"
ঘটনা প্রসঙ্গে ওই এলাকার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, “পায়েল কোথায় ঘুরছে, কারা তাকে মারছে, কেন মারছে আমি জানি না। আমায় তো কেউ মারছে না। ওখানে কি হয়েছে জানা নেই।”