নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা। সেই প্রস্তাবে সাড়া দেন দাদা। এরপর থেকে রাজনীতির সঙ্গে বার বার নাম জড়িয়েছে সৌরভের। এবার সৌরভ জানান, ‘আমাকে কেন বারবার রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে?’
ব্যথিত সৌরভ বলেন, ‘ত্রিপুরা থেকে আমার কাছে এসেছিল। আমাকে অফার করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সবকিছুতে কেন রাজনীতি যোগ করা হচ্ছে? শচীন কেরালাতে রয়েছে, শাহরুখ কলকাতাতে রয়েছে, গুজরাতের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, ঝাড়খন্ডের সঙ্গে ধোনি। তাহলে আমাকে কেন বারবার রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে? এটা আমার কাছে খুবই বেদনাদায়ক’।
উল্লেখ্য, সৌরভের বাড়ি গিয়ে পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য প্রস্তাব দেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপর একটু সময় চেয়েছিলেন সৌরভ। মঙ্গলবার বিকেলে তাদের প্রস্তাবে রাজি হয়েছেন দাদা। সুতরাং, ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাড হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ সঙ্গে ছবি পোস্ট করে ত্রিপুরার পর্যটনমন্ত্রী লেখেন, ‘আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন বহুল প্রচার ও সঠিক ব্র্যান্ডিং। এর জন্য আমাদের দরকার এমন একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসেডর যাকে সারা বিশ্ব চেনে। ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তোলে ধরতে আমাদের সবার প্রিয় দাদা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে?’
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক